রাউটারের নেট কেন ছেড়ে দেয় ?

ইন্টারনেট ইউজারদের থেকে পাওয়া একটা কমন ইস্যু হচ্ছে রাউটারের নেট ছেড়ে দেওয়া। অনেক সময় দেখা যায় হাই স্পিড ইন্টারনেট কানেকশনেও লাইভ স্ট্রিমিং, ভিডিও কলিং অথবা অনলাইন মিটিং ডিসকানেক্টেড বা সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বাসার অন্যরাও একই নেটওয়ার্ক ব্যবহার করে একই সময়ে হয়তো বিগ ফাইল ডাউনলোড করছে নয়তো হেভি লোডের কিছু ব্রাউজ করছে অথবা অনলাইনে গেম খেলতেছে। ঠিক এর বিপরীতটাও হতে পারে অথ্যার্ৎ ডাউনলোড অথবা ব্রাউজে সমস্যা হতে পারে অথবা আপনার গেমের বারোটা বেজে যেতে পারে। ইন্টারনেটের ভাষায় একে বলা হয় ব্যান্ডউইথের স্বল্পতা! ❓ কিভাবে এর সমাধান করবেন? ☑️ সবার চাহিদা ঠিক রেখে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে আপনাদের বাসার প্রত্যেকটা ডিভাইসের কার কি কাজ সেই অনুসারে টোটাল ব্যান্ডউইথটা ক্যালকুলেশন করে নেওয়া এবং আইএসপির কাছ থেকে সেই পরিমাণ ব্যান্ডউইথ এর সংযোগ নেওয়া। যেকোন বিষয়ে জানতে যোগাযোগ করুনঃ 📞 01777-877207
Computer man