📌 MAC Address করার নিয়ম
🖥️ ধাপ – ১ : মোবাইল/ডিভাইস থেকে সঠিক MAC Address বের করা
1. Settings → Wi-Fi এ যান।
2. যেই Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করতে চান সেটিতে ক্লিক করুন।
3. Privacy অপশন এ যান।
4. সেখান থেকে Device MAC নির্বাচন করুন (ডিফল্টে অনেক সময় Randomized MAC থাকে, সেটা ব্যবহার করবেন না)। 5. এখন Wi-Fi Details এ গিয়ে MAC Address কপি করুন। ---
📶 ধাপ – ২ : রাউটার এ MAC Filtering চালু করা
1. রাউটারের Admin Panel এ লগইন করুন (সাধারণত ব্রাউজারে 192.168.0.1 বা 192.168.1.1 লিখে প্রবেশ করা যায়)।
2. ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
3. মেনু থেকে Wireless / Security / Access Control অপশন খুঁজে নিন।
4. সেখানে MAC Filtering / Access Control চালু করুন।
5. কপি করা MAC Address গুলো একে একে Add করুন।
6. Save/Apply করুন। ---
📲 ধাপ – ৩ : ডিভাইস কানেক্ট করা
1. এখন Wi-Fi তে আপনার মোবাইল/ডিভাইস কানেক্ট করুন।
2. সঠিকভাবে MAC Address সেট করা থাকলে Wi-Fi সংযোগ হবে।
3. যদি না হয় তবে আবার ডিভাইসের Settings এ গিয়ে নিশ্চিত হোন যে Device MAC সিলেক্ট করা আছে।
--- ✅ এভাবে করলে নির্দিষ্ট ডিভাইস ছাড়া আর কেউ আপনার নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না।
✅ নেটওয়ার্ক আরও সুরক্ষিত থাকবে।


.gif)