WiFi (ওয়াই-ফাই) এর পুর্ণ রূপ হচ্ছে Wireless Fidelity . ওয়াই-ফাই এমন একটি প্রযুক্তি যেখানে তার বিহীন মানুষকে ইন্টারনেটের সুবিধা দিয়ে থাকে ।
ওয়াই-ফাই হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যার মাধ্যমে বিভিন্ন ইলেক্ট্রনিকস যন্ত্রপাতির মধ্যে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে । আর এই যোগাযোগ ব্যবস্থার জন্য রেডিও ওয়েভের উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহার করে থাকে ।
এটা হলো Wireless networking technology যেটা ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকি । আমাদের ব্যবহারের জিনিসপত্র যেমনঃ কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন মিডিয়া ডিভাইস ইন্টারনেটের সাথে সংযোগ করে তথ্য আদান প্রদান করে থাকি ।
![]() |
Wi-Fi Signal |
আর এখানে ডিভাইসের সংযোগের জন্য কোনো প্রকার তারের প্রয়োজন হয় না । যেহেতু সংযোগ দেওয়ার জন্য কোনো প্রকার তারের প্রয়োজন হয় না বেতার ওয়েবের মাধ্যেম যোগাযোগ স্থাপন করে এটাই ওয়াই-ফাই এর বড় সুবিধা ।
আপনি যদি কোনো ডিভাইসের সাথে কানেক্ট/যোগাযোগ স্থাপন করতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকতে হবে । আর আপনি যদি এই নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে না থাকেন তাহলে আপনি ওয়াই-ফাই এর সাথে কানেক্ট হতে পারবেন ।
ওয়াই-ফাই কিভাবে কাজ করেঃ
আপনার ডিভাইস গুলো যদি ইন্টারনেট ব্যবহার সক্ষম হয়ে থাকে রেডিও ওয়েভ ব্যবহার করে যে তথ্যের আদান প্রদান করে থাকে তাকে নেওয়ার্ক বলে । আপনি যে ডিভাইসগুলোতে WiFi ব্যবহার করবেন সেগুলোতে ওয়্যারলেস অ্যাডাপ্টার লাগাতে হবে ।
আর এই অ্যাডাপ্টারের কাজ হলো নেটওয়ার্কের মাধ্যেমে নেওয়া ডাটাকে রেডিও সিগনাল রুপে প্রেরণ করা । এই সিগনালগুলোকে রাউটারের মাধ্যমে এথারনেট সংযোগ এর দ্বারা ইন্টারনেটের কাছে পাঠানো ।
এভাবেই ইন্টারনেট থেকে ডাটা রাউটারে এবং রাউটারে ইন্টারনেটে আশা যাওয়া করে । এভাবে সকল ডাটাকে রেডিও সিগনালে রুপান্তর করে থাকে । এভাবেই সকল ডাটা আদান প্রদান হয়ে থাকে থাকে ।
ওয়াই -ফাই এর সুবিধাঃ
WiFi এর অনেক সুবিধা রয়েছে যা মানুষের জীবনকে আরও সহজ করে দিয়েছে । যেখানে মোবাইল ইন্টারনেটের অনেক দাম সেখানে ওয়াই-ফাই অনেকটা অল্প দাম হওয়ার কারণে মানুষ বেশী ব্যবহার করে থাকে । নিচে ওয়ার-ফাই এর সুবিধাসমূহ আলোচনা করা হল ।
১। ওয়াই-ফাই এর বড় সুবিধা হলো আপনি একটি রাউটারে অনেকগুলো ডিভাইস সংযোগ দিতে পারবেন । এবং একই সাথে ব্যবহার করতে পারবেন ।
২। ওয়াই-ফাই এ কোনো তার ছাড়ায় সংযোগ দেওয়া যায় করা যায় । তাই ঘরে যেখানে সেখানে তারের কোনো জঞ্জাল থাকে না ।
৩। মোবাইল ইন্টারনেটের থেকে অনেক বেশি গতি পাওয়া যায় । মোবাইল ইন্টারনেটের থেকে অনেক সস্থায় পাওয়া যায় যা সকলে ব্যবহার করতে পারে ।
৪। ডিভাইসগুলো অনেক সময় ধরে ব্যবহার করলেও খুব একটা গরম হয় না ।
৫। আপনি একটি নির্দিষ্ট রেঞ্জের ডাটা স্পিড প্যাকেজ কিনে নিলে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন । মোবাইল ইন্টারনেটের মত নির্দিষ্ট কোনো এমবি নেই ।
৬। বর্তমানে সব কিছু স্মার্ট হচ্ছে সেখানে স্মার্ট বাড়িতে আইওটি সেবা নিতে হলে WiFi ছাড়া কোনো ভাবেই সম্ভব নয় ।
প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক













